ভারতের দিল্লীতে আজ থেকে নিষিদ্ধ হচ্ছে, জর্দা, গুটকাসহ সকল তামাক। সরকারি এক সিদ্ধান্তে আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।এই নিষেধাজ্ঞা যথাযথ পালিত হচ্ছে কিনা, তা তদারকি করতে পুলিশ ও স্বাস্থ্য অধিদফতরের ঝটিকা অভিযানও চালাবে রাজ্য সরকার।নিষেধাজ্ঞার কারণে এখন থেকে কেউ এসব দোকানে রাখলে বা কাউকে খেতে দেখা গেলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আদালতের এক নির্দেশের প্রেক্ষিতে দিল্লির নতুন সরকার এ সিদ্ধান্ত কার্যকর করলো।২০১২ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক আদেশে গুটকা নিষিদ্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বলেছিলো। সে অনুযায়ী সব ধরনেরতামাক নিষিদ্ধ করা হলো। ভারতে এ ধরণের তামাক সেবনের রেওয়াজ প্রচলিত।সর্বশেষ এক জরিপে দেখা গেছে দিল্লির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার দশ শতাংশের বেশি এ ধরনের তামাক সেবন করে থাকেন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর থাকবেন তারা।তামাক দ্রব্য বিক্রেতারা বলছেন সরকারের সিদ্ধান্ত তাদের মানতে হবে কিন্তু পানমাসালা নিষিদ্ধ না হওয়ায় এর বিক্রি এখন বাড়বে বলে তারা আশা করছেন।এআরএস/আরাআইপি
Advertisement