জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে দরপত্র আহ্বান

দেশের প্রথম কৃত্রিম ভূ-উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরটি) তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্যাটেলাইটের মূল অংশ তৈরি, স্যাটেলাইট উৎক্ষেপণ , গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং বীমার জন্য এ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। তবে বিশ্বের সব দেশ এ দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে পারলেও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশ অংশ নিতে পারবে না। দরপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২ জুন। ওই দিনই দরপত্র খোলা হবে।দরপত্রের শর্তে বলা হয় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে স্যাটেলাইট সিস্টেম তৈরিতে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাঁচ হাজার মার্কিন ডলার দিয়ে এ দরপত্র সংগ্রহ করতে হবে। স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে খরচ হবে ২ হাজার ৯৬৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১ হাজার ৩১৫ কোটি টাকা, বাকি ১ হাজার ৬৫২ কোটি টাকা দেবে ঠিকাদারি প্রতিষ্ঠান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট ২০১৭ সালের ১৬ ডিসেম্বর উৎক্ষেপণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর আগে ১৫ জানুয়ারি অরবিটাল স্লট (১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশ) লিজ সংগ্রহের জন্য বিটিআরসি রাশিয়ার ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের সঙ্গে চুক্তি করা হয়। স্যাটেলাইট উৎক্ষেপণে ৭২ কোটি ৯৮ লাখ টাকায় পরামর্শক হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল (এসপিআই)। পরামর্শক প্রতিষ্ঠানটি নকশা তৈরি, গ্রাউন্ড স্টেশন ব্যবস্থাপনা, বাজার মূল্যায়ন, স্যাটেলাইট বাজারজাতকরণ এবং স্থানীয় বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয়ার কাজ করছে। ভূমি থেকে উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব জমিতে দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে।বিএ/এমএস

Advertisement