ই-নাইনের নতুন চেয়ারম্যান হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ (রোববার) সকালে রাজধানীর একটি হোটেলে ই-নাইনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।এর আগে ই-নাইনের বিদায়ী সভাপতি পাকিস্তানের শিক্ষামন্ত্রী মো. বালিবুর রহমান অনুষ্ঠানে তার প্রতিবেদন উপস্থাপন করেন। পরে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে চেয়ারম্যানশিপ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ই-নাইনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন। পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ই-নাইনএ মহাসচিব মিস ইরি না বোকারো।উল্লেখ্য ই-নাইনের সদস্য রাষ্ট্রসমূহ হচ্ছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মেক্সিকো এবং ব্রাজিল।এফএইচএস/এমএমজেড/এমএস
Advertisement