একুশে বইমেলা

বইমেলায় শামীম হোসেনের দুটি বই

অমর একুশে বইমেলায় কবি শামীম হোসেনের দুটি বই পাওয়া যাচ্ছে। তার কবিতার বই ‘ডুমুরের আয়ু’ প্রকাশ করেছে প্লাটফর্ম। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি পাওয়া যাচ্ছে ১৩০ নম্বর স্টলে। এছাড়া শিশু-কিশোর ছড়ার বই ‘গাছভাই নাচভাই’ প্রকাশ করেছে বাংলার কবিতা প্রকাশন। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন রাজিব রায়। বইটি পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্বরের ২৭ নম্বর স্টলে।   কবি শামীম হোসেন ১৯৮৩ সালের ৭ আগস্ট রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি দেড় দশকের বেশি সময় আত্মমগ্ন রয়েছেন কবিতাধ্যানে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ- বরেন্দ্র প্রান্তরে বসন্ত নামে, পাখি পাখি ভয়, উপমাংসের শোভা, শীতল সন্ধ্যা গীতল রাত্রি, ধানের ধাত্রী। তার ছড়াগ্রন্থ ‘এক তুড়ি ছয় বুড়ি’। কবিতা লেখার পাশাপাশি সম্পাদনাতেও রয়েছে তার বিশেষ দক্ষতা। দীর্ঘদিন যাবৎ প্রকাশ করছেন শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’। স্বীকৃতি হিসেবে পেয়েছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫, রূপান্তর সাহিত্য পুরস্কার ২০১৩, রাজশাহী সাহিত্য পরিষদ পুরস্কার ২০১১, অধ্যয়ন শিশু ফাউন্ডেশন পুরস্কার ২০০৬।এসইউ/এমএস

Advertisement