এক মেয়ের জন্য দুই প্রতিদ্বন্দ্বীএক মেয়েকে কেন্দ্র করে দু’জন যুবক প্রতিদ্বন্দ্বী হলো। তারা ঠিক করল, উভয়ে পিস্তল দিয়ে যুদ্ধ করবে। তারপর যে বেঁচে থাকবে, সেই মেয়েটিকে বিয়ে করতে পারবে। যুবক দু’জনের একজন ছিল ভীষণ মোটা এবং অন্যজন বেশ চিকন। মোটা যুবকটি বলল, ‘আমি তো আয়তনে তোমার ডাবল, আমার দিকে তাক করতে তোমার খুবই সুবিধা হবে। সুতরাং পিস্তলের যুদ্ধে আমারই হেরে যাওয়ার সম্ভাবনা।’‘ঠিক আছে, একটি উপায় বের করছি।’ পাতলা লোকটি পকেট থেকে চক বের করে মোটা লোকটির শরীরে দাগ দিয়ে দ্বিখণ্ডিত করল এবং বলল, ‘তোমার শরীরের ডান পাশের দাগের বাইরে গুলি লাগলে তা ধরা হবে না।’****ঝড়ের বেগে দৌঁড়াচ্ছিলামএকদিন স্মৃতিচারণে নাসিরুদ্দিন হোজ্জা-হোজ্জা : আমি যখন মরুভূমিতে ছিলাম, তখন রক্তলোলুপ, নৃশংস একদল বেদুইনকে দৌঁড়িয়েছিলাম।ভক্ত : খালি হাতে!হোজ্জা : হ্যাঁ, কেবল ছোট একটা লাঠি ছিল আমার হাতে।ভক্ত : কিন্তু এ কীভাবে সম্ভব, হোজ্জা!হোজ্জা : খুবই সহজ। আমি ঝড়ের বেগে দৌঁড়াচ্ছিলাম, আর তারাও আমার পেছন পেছন দৌঁড়াচ্ছিল।****জাঙ্গিয়া বানায়া দেনএক লোক দর্জির কাছে গেল প্যান্ট বানাতে। দর্জিকে মজুরি কত তা জিজ্ঞেস করছে-লোক : আচ্ছা, ফুল প্যান্ট বানাতে কত মজুরি পরবে?দর্জি : ৫০০ টাকা।লোক : হাফ প্যান্ট?দর্জি : ২৫০ টাকা।লোক : আর জাঙ্গিয়া?দর্জি : ১০০ টাকা।লোক : ঠিক আছে তাইলে আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানায়া দেন। খালি জাঙ্গিয়ার ঝুলটা বাড়িয়ে পায়ের টাকনু পর্যন্ত করে দিয়েন।এসইউ/এমএস
Advertisement