দেশজুড়ে

শিক্ষক ও ছাত্রী নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

শিক্ষকের ওপর হামলা ও ছাত্রী নির্যাতনকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা  হাতিয়া শাখার উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টার সময় হাতিয়া উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সকল মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক নেতারা তাদের বক্তব্যে জানান, গত ২৮ জানুয়ারি হাতিয়া উপজেলার চরকিং বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম কাজলকে প্রকাশ্যে লাঞ্ছিত করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেলেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাই তারা অবিলম্বে শিক্ষক লাঞ্ছনাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন।অপরদিকে, গত ৩০ ডিসেম্বর এ এম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের গেইট থেকে অপহরণ করে নিয়ে শারীরিক নির্যাতন করে অজ্ঞান অবস্থায় ফেলে যায় বখাটেরা। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জাকের নামের এক বখাটেকে গ্রেফতার করলেও মামলার অপর আসামিদের গ্রেফতার করা হয়নি। মানববন্ধনে ছাত্রী নির্যাতন মামলার আসামিদের গ্রেফতারেরও দাবি জানানো হয়।মিজানুর রহমান/এএম/আরআইপি

Advertisement