জাতীয়

ভাষাসৈনিক আব্দুল মতিন হাসপাতালে

মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণজনিত সমস্যায় ভাষা সৈনিক আব্দুল মতিনকে রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়ার সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি ডা. হারুনুর রশীদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।প্রবীণ এই ভাষা সৈনিকের স্বজনরা জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের আগ থেকেই তিনি অসুস্থ। আজ (সোমবার) দুপুরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অচেতন অবস্থায় তাকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার বয়স ৮৮ বছর।ডা. হারুনুর রশিদ জানান, তার অবস্থা ঈদের আগে বেশ খারাপ ছিল। সে সময় থেকেই তিনি কাউকেই চিনতে পারতেন না। তবে ঈদের পরে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তামানে ভাষা সৈনিক আবদুল মতিতের ডান পাশ অবশ হয়ে গেছে। আপাতত তাকে ইনসেনটিভ কেয়ারে রাখা হচ্ছে।

Advertisement

বর্তমান তিনি সংজ্ঞাহীন রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। আমরা তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করছি।