খেলাধুলা

রানারআপ সিদ্দিকুর রহমান

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হয়েছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ১৩ শট কম খেলে এ গৌরব অর্জন করেন দেশ সেরা এই গলফার। শনিবার শেষ রাউন্ডের শুরুটা দুর্দান্ত করেন সিদ্দিকুর। ১ নম্বর হোল থেকে রাউন্ডের শুরু করেন এই দেশসেরা গলফার। পরের হোলেই দেখা পান কাঙ্খিত বার্ডির। চার পারের এই হোলটি বেশ ফুরফুরে মেজাজে শেষ করেন তিন পারে। এরপর তিন নাম্বার হোলটি পারের সমান খেলে পরেরটিতেই তুলে নেন বার্ডি। ৫ ও ৬ নম্বর হোল সতর্কতার সাথে পারের সমান খেলার পরে ৭ নম্বর হোলে এসে দেখা পান দিনের তৃতীয় বার্ডির। এরপর টানা ৫টি হোল পারের সমান খেলে ১৩ নম্বর হোলে এসে দিনের প্রথম বগির দেখা পান। তবে ১৪ ও ১৫ নম্বর হোল টানা বার্ডি নিয়ে খেলায় ফেরেন সিদ্দিকুর। ১৬, ১৭ নম্বর হোল পারের সমান খেলে ১৮ নম্বর হোলে বার্ডি করে নিশ্চিত করেন বসুন্ধরা বাংলাদেশ ওপেন এর প্রথম রানারআপের গৌরব। এদিকে পারের চেয়ে ১৭ শট কম খেলে প্রথমবারের মতো এশিয়ান ট্যুর শিরোপা জিতেছেন থাইল্যান্ডের জ্যাজ জেন ওয়াটানান্দ।এমআর/আরআইপি

Advertisement