দক্ষিণ কোরিয়ায় সফর করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস। সফরকালে এক বিবৃতিতে মেটিস বলেছেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে তাদের কার্যকর এবং অপ্রতিরোধ্য জবাব দেয়া হবে। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়াকে সর্বক্ষণ সহায়তা প্রদান এবং এই বছরের শেষের দিকে দেশটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরিরও আশ্বাস দিয়েছেন মেটিস। উত্তর কোরিয়ার বার বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আক্রমণাত্মক বিবৃতি কোরীয় দ্বীপে শঙ্কা এবং উত্তেজনা তৈরি করেছে। যুদ্ধপূর্ববর্তী সামরিক চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া এবং জাপানে সামরিক বাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে সাড়ে ২৮ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এর বিনিময়ে বার্ষিক ৯শ’ ডলার ব্যয় করছে সিওল।প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এর আগে বলেছিলেন, মার্কিন সেনাদের অবস্থানের জন্য দক্ষিণ কোরিয়া এবং জাপানকে আরো বেশি ব্যয় করতে হবে। টিটিএন/পিআর
Advertisement