জাতীয়

সার্চ কমিটির পরবর্তী বৈঠক ৬ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির পরবর্তী বৈঠক ৬ ফেব্রুয়ারি (সোমবার)। ওইদিন বিকেল ৫টায় কমিটির বৈঠক হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আবদুল ওয়াদুদ বলেন, সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের যোগ্যতা সম্পর্কিত প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাইয়ের কাজ করছে সার্চ কমিটি। সর্বোত্তম ব্যক্তি খুঁজে বের করতে তথ্য সংগ্রহ চলছে।এর আগে বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির আহ্বায়ক বিচারপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বুধবার দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে করে সার্চ কমিটি।এর আগে মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা।এইউএ/জেএইচ/জেআইএম

Advertisement