খেলাধুলা

বিপর্যয় কাটিয়ে উঠছে নিউজিল্যান্ড

বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। এরপর ইলিয়টকে সাথে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছেন টেলর। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১০৮ রান। টেলর ২৬ আর ইলিয়ট ৪৫ রান নিয়ে ব্যাট করছে। এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দলীয় ১ রানেই কোনো রান না করেই ফিরে যান ব্রেন্ডন ম্যাককালাম। উইলিয়ামসনকে সাথে করে ৩২ রানের জুটি গড়ে খেলায় ফেরার চেষ্টা করেন গাপটিল।তবে ৬ রানের মধ্যে মাক্সয়েলের বলে ১৫ রান করা গাপটিল আর জনসনের বলে ১২ রান করা উইলিয়ামসন আউট হলে বিপদে পড়ে যায় কিউইরা। বিশ্বকাপের পুরো আসরে অপ্রতিরোধ্য থেকে সেরা দল হিসেবেই ফাইনালে নিউজিল্যান্ড। চোখ তাদের এখন ইতিহাস গড়ে শিরোপা জয়ে। অন্যদিকে, আসরে এক বারই হেরেছে অস্ট্রেলিয়া। তাও আবার ওই কিউইদের কাছে। সেই হারের শোধ নেয়ার সাথে অজিরাও চাইছে রেকর্ড গড়ে ৫ম শিরোপা জিততে। অস্ট্রেলিয়া একাদশ : মাইকেল ক্লার্ক(অধিনায়ক),অ্যারন ফিঞ্চ,ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জশ হাজেলউড।  নিউজিল্যান্ড দল : ব্রেন্ডন ম্যাককালাম(অধিনায়ক),মার্টিন গাপটিল,কেন উইলিয়ামসন, রস টেলর,গ্র্যান্ট ইলিয়ট,কোরি অ্যান্ডারসন,লুক রনকি,ড্যানিয়েল ভেট্রোরি,ম্যাট হেনরি,টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। এমআর/এমএস

Advertisement