তথ্যপ্রযুক্তি

এলিয়েনের সঙ্গে কথপোকথন

এলিয়নের সঙ্গে এক মিনিট সাত সেকেন্ড সময়ব্যাপী কথা বলেছেন বলে দাবি করেন নাসা`র অভিজ্ঞ মহাকাশযাত্রী ক্লার্ক ম্যাকলেলেন্ড। ম্যাকলেলেন্ড বলেন,  মহাকাশে নয় ফুট উচ্চতার এলিয়েন রয়েছে।  দুটি হাত, দুটি পা, দুটি পায়ের তালু, দুটি  হাতপাঞ্জা সবই ছিল ওই এলিয়েনের।  দেহের সাথে সঙ্গতিপূর্ণ মাথাও ছিল এলিয়েনের।২০০৮ সালের ২৯ জুলাই  ক্লার্ক ম্যাকলেলেন্ড `স্টারগেট ক্রনিকাল` নামের একটি ওয়েবসাইটে প্রথম ভিনগ্রহীদের নিয়ে এই  চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছিলেন। ওই ওয়েবসাইটে তিনি দাবি করেছিলেন, মহাকশ ভ্রমনের সময় কেনেডি স্পেস সেন্টারে তিনি ৮ - ৯ ফুটের এলিয়েন দেখেছেন। এলিয়েনের বিবরণে তিনি বলেছেন, তাঁর দাবি, প্রায় ১ মিনিট ৭ সেকেন্ড কথোপকথন হয় তাদের মধ্যে। ওয়েবসাইটে তিনি আরও বলেন, এলিয়েনটি দুই পায়ের ওপর দাড়িয়ে মার্কিন মহাকশযাত্রীর সাথে কথা বলছিল।৩৫ বছর নাসা`য় কর্মরত ছিলেন ক্লার্ক ম্যাকলেলেন্ড। এপোলো মিশনের অন্যতম সদস্য ম্যাকলেলেন্ড মনে করেন, এলিয়েনরা মানুষের সাথে বসবাস করেন। পৃথিবীতেই রয়েছে এলিয়েনরা।এই চাঞ্চল্যকর তথ্যের পর নাসা ওই ওয়েবসাইট টি বাজেয়াপ্ত করেছে। নাসা থেকে বলা হয়, এটা একপ্রকারের চক্রান্ত । এলিয়েনদের সাথে মহাকাশযাত্রীদের কথপোকথনের কোনও সঠিক প্রমান এখনও পাওয়া যায়নি। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।এসএইচএ/আরআইপি

Advertisement