আন্তর্জাতিক

পাকিস্তানে কাতারের আমিরের তিন বাংলাদেশি সহচর আটক

পাকিস্তানের নশকি জেলায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ১৬ সহচরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিন বাংলাদেশি সহচরও রয়েছে। তবে ওই তিন বাংলাদেশির পরিচয় জানা যায়নি। পাকিস্তানের জাতীয় দৈনিক ডন এক প্রতিবেদনে বলছে, বুধবার নশকি জেলার লেভিসে এলাকার নিরাপত্তা চৌকিতে তল্লাশির সময় প্রতিবন্ধকতা ভেঙে ফেলেন আমিরের সহচররা। এ সময় অন্তত ১৬ জনকে অাটক করেছে স্থানীয় আইন-শৃঙ্খলাবাহিনী। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, মাশকিল এলাকায় হাবারা পাখি শিকার করতে যাওয়ার কথা ছিল কাতারের অামির শেখ তামিম বিন হামাদ আল থানির। পাখি শিকারের ব্যবস্থা করতে আমিরের সহচরদের একটি দল মাশকিলের দিকে যাচ্ছিলেন। এ সময় লেভিসের কাছে নিরাপত্তা চৌকির কাছে তল্লাশির জন্য সংকেত দেয়া হলেও তারা উপেক্ষা করে। লেভিসের প্রতিবন্ধকতা ভেঙে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধাওয়া করে চারটি গাড়িতে থাকা কাতারি আমিরের ১৬ সহচরকে আটক করে। এদের মধ্যে তিনজন বাংলাদেশি ও ১৩ জন পাকিস্তানি রয়েছে। গাড়ি চারটি পুলিশি জিম্মায় রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মাশকিলে হাবারা পাখি শিকারে যাওয়ার কথা ছিল কাতার আমিরের। এসআইএস/জেআইএম

Advertisement