টেস্ট ক্রিকেট অভিষেকের পর এখন পর্যন্ত অতিথেয়তা পায়নি ভারতের। তবে ১৭ বছর পর এবার সে সুযোগ হয়েছে টাইগারদের। এ দলে অনেক সৌভাগ্যের কারণেই জায়গা হয় তাসকিন আহমেদের। কারণ টেস্ট ক্রিকেটের নিয়মিত দুই পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদের ইনজুরিতেই জায়গা মিলেছে তার। যদিও জায়গাটা নিউজিল্যান্ড থেকেই তৈরি করেছেন। তারপরও ঐতিহাসিক ভারত সফরে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তাসকিন।বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ। আগামী ৯ ফেব্রুয়ারি টেস্ট ম্যাচ খেললেও প্রস্তুতি ম্যাচ খেলতে ও পরিবেশে মানিয়ে নিতে ক`দিন আগেই ঢাকা ছাড়েন টাইগাররা। যাওয়ার আগে বিমানবন্দরে তাসকিন বলেন, ‘হ্যাঁ অবশ্যই আমি ভাগ্যবান। কারণ ভারতের বিপক্ষে ঐতিহাসিক এ টেস্ট দলে সুযোগ পেয়েছি। তবে ম্যাচে খেলার সুযোগ পেলে স্মরণীয় কিছু করার চেষ্টা করবো।’নিউজিল্যান্ড সফরে সবশেষ নুরুল হাসান সোহানকে নিয়ে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ হয়েছে মোট ৮৫ জন খেলোয়াড়ের। তবে এদিন সিংহভাগেরই সুযোগ হয়নি ভারতে খেলার। আর তাসকিন এমন সময়েই টেস্ট দলে এসেছেন যখন বাংলাদেশ যাচ্ছে ভারতে খেলতে। তাই একটু বাড়তি উচ্ছ্বাসই কাজ করছে তারা। দারুণ কিছু বোলিং স্পেল করে স্মরণীয় করে রাখতে চান এ সফরকে।‘ইনশাল্লাহ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো যাতে ভালো কিছু করতে পারি। চেষ্টা করবো এমন কিছু স্পেল করার যে স্পেলে ম্যাচ ঘুরতে পারে। এটা অনেক বড় টেস্ট সেরাটা দিব এবং সুস্থমত দেশে ফিরে আসতে চেষ্টা করবো।’তবে ভারতে খেলার সৌভাগ্য হলেও কিছুটা দুর্ভাগা ভাবতে পারেন নিজেকে তাসকিন। কারণ তার বলে প্রায়ই ক্যাচ মিস করেন ফিল্ডাররা। তাই উইকেট পাওয়াকে ভাগ্যের উপরই ছেড়ে দিয়েছেন তিনি। তবে ভালো জায়গায় বল করতে পারলে উইকেট পাবেন বলেও প্রত্যয় প্রকাশ করেন এ পেসার।‘শতভাগ দিবো আর উইকেট পাওয়া তো কপালের ব্যাপার। মূল জিনিসতা হচ্ছে কন্ডিশন অনুযায়ী ভালো বল করার চেষ্টা করবো যদি সুযোগ পাই। আর ভালো জায়গায় বল করলে ইনশাল্লাহ উইকেট পাওয়াও সম্ভব। ইনশাল্লাহ ভালো কিছুই হবে।’আরটি/এমআর/জেআইএম
Advertisement