খেলাধুলা

‘কোহলির উইকেট পেলে তো খুব ভালোই হবে’

বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে ধারাবাহিক বিধ্বংসী ক্রিকেটারের নাম বিরাট কোহলি। তার ব্যাটের সাঁড়াশী আক্রমণের তোপে উড়ে গেছেন অনেক নামীদামী বোলার। এবার সেই কোহলির বিপক্ষে মাঠেই মোকাবেলা করবে বাংলাদেশ। আর সেখানে তার উইকেট নিয়ে প্রথমবারের মত ভারত সফরকে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ দলের নবীন পেসার শুভাশিস রায়।বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন শুভাশিস। সেখানেই নিজের লক্ষ্যের কথা জানান, ‘বিরাট কোহলি বিশ্বের সেরা কয়েকজনের মধ্যে একজন। যদি সুযোগ পাই ভালো করার চেষ্টা করবো। আর কোহলির উইকেট পেলে তো খুব ভালোই হবে।’টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা প্রায় ১৭ বছরের হলেও এবারই প্রথম ভারতে যাচ্ছে টাইগাররা। আর এ ঐতিহাসিক সফরে সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন শুভাশিস, ‘ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি এমন একটা ঐতিহাসিক সফরে যাওয়ার সুযোগ পেয়ে। সবার কাছে দোয়া চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যদি সুযোগ হয় যেন নিজে ভালো করতে পারি এবং বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি।’ভারতীয়রা সাধারণত স্পিনবান্ধব উইকেটই তৈরি করে থাকে। তাই তাসকিন-রাব্বিকে ছাড়িয়ে আদৌ দলে সুযোগ পাবেন কিনা জানেন না শুভাশিস। তবে সুযোগ পেলে পরিকল্পনা অনুযায়ী বোলিং করবেন বলে জানান, ‘ওখানে যাওয়ার পর উইকেট দেখে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে কয়জন পেসার খেলবে। যদি সুযোগ পাই আমাদের দলের যে পরিকল্পনা থাকবে, কোচ-অধিনায়করা যেভাবে বলবে সেই পরিকল্পনা অনুযায়ী করার চেষ্টা করবো।’আরটি/এমআর/আরআইপি

Advertisement