জাতীয়

আসন্ন সংসদ অধিবেশনেই অভিসংশন বিল উত্থাপন

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেবার অনুমোদিত আইনের বিল আসন্ন সংসদ অধিবেশনেই উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি বিল অনুমোদিত হওয়ার পর সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেবার অনুমোদিত আইনের বিল আসন্ন সংসদ অধিবেশনেই উত্থাপন করা হবে। ৯০ দিনের মধ্যে নতুন আইন করা হবে।আইনমন্ত্রী আরও বলেন, বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে যে আইন করা হচ্ছে তাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হবে না। বিচার বিভাগের স্বচ্ছাত ও জবাব দিহিতার জন্যই এ্ই সংশোধনী আনা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।বিচার বিভাগের স্বাধীনতা জনগণের সুফল লাভ এই সংশোধনীর মাধ্যমে আরও পাকাপোক্ত হবে বলেও দাবি করেন আইনমন্ত্রী।আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন এ ব্যাপারে আমাদের কোন ডাউটস নেই। তবে এই বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাব দিহীতার জন্য ইম্পিচমেন্টের একটি প্রভিশন সংসদের হাতে থাকা উচিত।আনিসুল হক বলেন, সংবিধানের (ষোড়শ সংশোধন) আইন ২০১৪-এর আলোকেই নতুন এ আইন করা হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেয়ার কারণে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে না বলে আমি বিশ্বাস করি।

Advertisement