দীর্ঘ একমাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ ইনামুল হক ভূঞার আদালতে তার জামিন চাওয়া হলে আদালত জামিন মঞ্জুর করেন।আদালতে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট জ্ঞান জ্যোতি চাকমা। অ্যাডভোকেট সুমারি চাকমা শুনানিকালে তাকে সহযোগিতা করেন।সুপার জ্যোতি চাকমার জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী অ্যাডভোকেট জ্ঞান জ্যোতি চাকমা জানান, আদালত ১০ হাজার টাকা বন্ডে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে জামিন দিয়েছেন।উল্লেখ্য, গত ১ জানুয়ারি রাত সোয়া ২টার দিকে নিরাপত্তা বাহিনী লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে তার বাসভবন থেকে পাঁচ রাউন্ড গুলি ভর্তি আমেরিকার তৈরি একটি ফাইভ স্টার পিস্তলসহ গ্রেফতার করে । এ ঘটনায় লক্ষ্মীছড়ি থানায় অস্ত্র আইনে দায়েরকৃত মামলায় ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম
Advertisement