দেশজুড়ে

বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলি

জেলার শাজাহানপুরের বেতগাড়ি এলাকায় বালু সরবরাহ করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন স্বপন এবং বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ সভাপতি বিশ্বজিৎ সাহা গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন স্বপনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী শাকিল বেতগাড়ি এলাকায় নর্দান হ্যাচারী নামের একটি প্রতিষ্ঠানে বিট বালু সরবরাহ করছিলেন। দুপুরে সরকারী শাহ সুলতান কলেজ ছাত্রলীগ সভাপতি বিশ্বজিৎসহ ৩০জনের একটি দল ১৫টি মোটর সাইকেলে করে সেখানে আসে। তারা স্বপন গ্রুপকে বালু সরবরাহ বন্ধ করতে নির্দেশ দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জাড়িয়ে পড়ে। পরে তারা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়। স্বপন জানান, নর্দান হ্যাচারীজের সামনে থাকা ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী তাদের উপরই হামলা চালায়। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্বজিৎ জানায়, পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। কারণ বালু সরবোরাহের কাজটি স্বপনরা করতে চায়। এ ঘটনায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন।শাজাহানপুর থানার পরিদর্শক আব্দুল মান্নান জানান, ঘটনার সংবাদ পাওয়ার পরে সেখানে ফোর্স পাঠানো হয়েছিল। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এএইচ/পিআর

Advertisement