শিক্ষা

এসএসসির উত্তরপত্র ‘মডেল-উত্তর’ পদ্ধতিতে মূল্যায়ন

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। খাতা ‘মডেল-উত্তর’ পদ্ধতিতে মূল্যায়ন করবেন পরীক্ষকরা। মঙ্গলবার ‍শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।   শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা শেষে বোর্ড থেকে খাতা বিতরণের সময় পরীক্ষকদের উত্তরপত্র সরবরাহ করা হবে। তা দেখে তারা উত্তরপত্র মূল্যায়ন করবেন। খাতা মূল্যায়নে বৈষম্য দূরে সমতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পাইলট প্রকল্প হিসেবে এবার মোট পরীক্ষার্থীর ১২ শতাংশ খাতা এ পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। সফল হলে সব পাবলিক পরীক্ষায় এ পদ্ধতি অনুসরণ করা হবে।  মন্ত্রী বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ থাকছে না। এছাড়া শুধু কেন্দ্র সচিব জরুরি প্রয়োজনে ক্যামেরা ছাড়া ফোন নিতে পারবেন। এর বাইরে কেউ কেন্দ্রে ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরুর দিন সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী ধানমন্ডি গভ. স্কুল পরিদর্শনের কথা জানিয়েছেন।  উল্লেখ্য, এবার দেশের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নেবে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ শিক্ষার্থী। আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষাথীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৯০০। মাদরাসা বোর্ডে ২ লাখ ৫৬ হাজার ৬০১ এবং কারিগরি ভোকেশনালে ১ লাখ ৪ হাজার ২১২ পরীক্ষার্থী। এছাড়া বিদেশের আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৪৬ পরীক্ষাথী রয়েছে। শিক্ষামন্ত্রী জানান, এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের খাতা দেয়া হবে। প্রতিবন্ধীসহ অন্যরা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে। এছাড়াও প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক/অভিভাবক/সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষার সুযোগ দেয়া হয়েছে। এমএইচএম/এএইচ/আরআইপি

Advertisement