বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু হওয়ার কথা ছিল ৮ ফেব্রুয়ারি (বুধবার)। তবে সব প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাথমিক নিবন্ধন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ দিন পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি (রোববার) থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি থেকে সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু হয়েছে। তবে গতকাল সোমবার (৩০ জানুয়ারি) হাব প্রেসিডেন্ট মো. ইব্রাহীম বাহার স্বাক্ষরিত ধর্ম বিষয়ক মন্ত্রীর বরাবর একটি চিঠিতে তিন সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ দিন পিছিয়েছেন মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।চিঠিতে বলা হয়েছে, ২০১৭ সালের হজ চুক্তি সম্পাদনের লক্ষ্যে মন্ত্রী এবং সচিব আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। এ কারণে ৮ ফেব্রুয়ারির মধ্যে প্রাক নিবন্ধনের পূর্বপ্রস্তুতি সংক্রান্ত কার্যক্রম অসম্ভব বিধায় পূর্বঘোষিত তারিখ (৮ ফেব্রুয়ারি) হইতে তিন সপ্তাহ পিছানোর জন্য অনুরোধ করছি।ধর্ম মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, গত বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজ পালন করেন। বেসরকারিভাবে হজে যেতে গত বছর মোট ৪০ হাজার ৯৪ জন প্রাক নিবন্ধন করলেও কোটা পূরণ হয়ে যাওয়ায় বাকিরা যেতে পারেননি। ফলে এবার হজে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন।এদিকে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রেখে খরচ কিছুটা বাড়িয়ে ২০১৭ সালের হজ প্যাকেজ অনুমোদন করেছে সরকার। গত সোমবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়।সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা ও প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ পড়বে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় খরচ হবে এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা। তবে বেসরকারি ব্যবস্থাপনায় মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া, ব্যক্তিগত খরচ, খাওয়া, কুরবানিসহ আনুষঙ্গিক আরও কিছু খরচ যুক্ত হবে।এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যেতে পারবেন।এমইউএইচ/আরএস/আরআইপি
Advertisement