অর্থনীতি

রাজস্ব আদায়ে ঘাটতি ৪,৪৭১ কোটি টাকা

গত অর্থবছরে রাজস্ব আদায়ের হিসাব চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় ৪ হাজার ৪৭১ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। নির্বাচনের বছর ও রাজনৈতিক সহিংসতার বিরূপ প্রভাবে রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়ায় এ ঘাটতি হয়েছে বলে এনবিআর কর্মকর্তাদর পর্যবেক্ষণ।এ নিয়ে পরপর দুই অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ আহরণ তথা রাজস্ব আয়ে ঘাটতি হলো। এর আগে ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আয়ে ঘাটতি হয়েছিল ৩ হাজার ৬৪২ কোটি টাকা। এনবিআর সূত্র বলেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনসহ বেশ কিছু প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়েছে। এ ছাড়া বেসরকারি সেবা খাতের কিছু বড় প্রতিষ্ঠানের কাছ থেকে প্রত্যাশিত রাজস্ব আদায় হয়নি। ফলে গত অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায়পিছিয়ে ছিল।এনবিআরের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩০ জুন পর্যন্ত সমাপ্ত বছরে আদায় হয়েছে ১ লাখ ২০ হাজার ৫২৯ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭১ কোটি টাকা। রাজস্ব আহরণের এ হিসাব করা হয়েছে সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী। গত অর্থবছরে মূল বাজেটে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা।এমন বাস্তবতায় চলতি ২০১৪-১৫ অর্থবছরে এনবিআরের মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্য স্থির করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার কোটি টাকা। গত অর্থবছরের আদায়ের হিসাব বিবেচনা করলে এ বছর ২৯ হাজার কোটি টাকার বেশি আদায় করতে হবে। এ বিষয়ে এনবিআরের নীতি নির্ধারক পর্যায়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, কাঙ্ক্ষিত জিডিপির প্রবৃদ্ধি অর্জন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না হলেও কাছাকাছি পৌঁছানো যাবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে এরই মধ্যে কর্মকৌশল তৈরি করে সে অনুযায়ী রাজস্ব আহরণে কর্মকর্তাদের জোরালো নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।গত অর্থবছরে বেশি ঘাটতি হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাটে। এ খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ১০০ কোটি টাকা কম আদায় হয়েছে। ভ্যাটের সবচেয়ে বড় উৎস মোবাইল ফোন, সিগারেট ও গ্যাস ক্ষেত্রে কম রাজস্ব আদায় হওয়ায় ভ্যাট আদায় কম হয়েছে। ব্যাংকিং এবং ঠিকাদারি খাত থেকে যথাক্রমে করপোরেট কর ও উৎসে কর আদায় কম হওয়ায় অভ্যন্তরীণ আয়ের অন্যতম খাত প্রত্যক্ষ তথা আয়করে ৭৯০ কোটি টাকা কম আদায় হয়েছে। তবে আমদানি পর্যায়ে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করেছে। জনশক্তি রফতানিতে ধস নামায় এ খাতে ৫৮১ কোটি টাকা কম আদায় হয়েছে গত অর্থবছরে। সূত্র: সমকাল

Advertisement