খেলাধুলা

নেটে অনুশীলন করলেন মুশফিক-ইমরুল-মুমিনুল

মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে অন্যতম ভরসা বাংলাদেশের। আর এ তিনজনই ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজের মাঝপথ থেকে দেশে ফিরেছিলেন। এবার ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট। এর আগে নিজেদের পুরোপুরি ফিট করার লক্ষ্যে মঙ্গলবার নেটে অনুশীলন করলেন এ তিন তারকা।কয়েকদিন ধরেই জিম, রানিং করছিলেন মুশফিক ও ইমরুল। মুশফিক তো দুদিন ধরেই হালকা ব্যাটিং করছিলেন। তবে এদিন মিরপুরের ইনডোরে ব্যাট হাতে অনুশীলন করেন মুশফিক, ইমরুল ও মুমিনুল। পাশাপাশি ভিন্ন তিনটি নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন তারা। এ সময় তারা সকল ধরণের বলই মোকাবেলা করেন।তবে আজকের অনুশীলনে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে তিনজনকেই। আবু হায়দার রনি ও শুভাশিস রায়ের পুরো গতির বল সামলেছেন অনায়াসেই। এছাড়াও ছিলেন অন্যান্য নেট বোলাররাও। স্পিন বল খেলেছেন দারুণভাবেই। তাদের ব্যাটিং দেখে মনেই হয়নি ইনজুরির সঙ্গে লড়াই করছেন তারা।মুশফিক, ইমরুল ও মুমিনুল যখন অনুশীলন করছিলেন তখন পাশে দাঁড়িয়ে তাদের অনুশীলন দেখছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ট্রেনার মারিও ভিল্লাভারায়েন, ফিজিও ডিন কনওয়ে এবং সহকারী ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। আগামীকালই ভারত সফরের জন্য দল ঘোষণা করবে বিসিবি। তাই এর আগে ভালো করেই যাচাই করছেন এ তিন তারকাকে।আরটি/এমআর/এমএস

Advertisement