প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উগ্র জঙ্গিবাদ দমনে র্যাব কার্যকর ভূমিকা রেখে চলেছে। আর র্যাবের এই ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিতও হয়েছে। শনিবার সকালে রাজধানীর উত্তরায় র্যাব সদর দফতরে র্যাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নতুন আরও দুটি বিভাগ হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ঢাকা ও চট্টগ্রাম বিভাগকে ভেঙে এ দুটি বিভাগ করা হবে।র্যাবের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, র্যাবের কার্যক্রমে অবকাঠামোগত উন্নয়নসহ এ বাহিনীর নতুন নতুন ব্যাটালিয়ন উদ্বোধন করা হয়েছে। ১১টি র্যাব ব্যাটালিয়নকে স্থায়ী জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে গ্রেফতার করতে র্যাবকে হাইটেক যন্ত্রপাতি ও আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। র্যাবের অপারেশনাল শক্তি বৃদ্ধি করতে দুটি হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, র্যাব প্রকৃত অর্থেই এখন এলিট ফোর্স। আমরা এ ফোর্সকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করবো। গাজীপুরে র্যাবের প্রশিক্ষণ কেন্দ্রের জন্যও স্থায়ী জায়গা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিএ/এআরএস/আরআইপি
Advertisement