খেলাধুলা

অনলাইনে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক প্রায় ১৭ বছর। অথচ এতো বছরে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের। প্রথমবারের মতো ভারতের মাঠে আগামী ৯ জানুয়ারি একটি টেস্ট খেলবে মুশফিক বাহিনী। আর ঐতিহাসিক এ টেস্টের টিকিট www.eventsnow.com এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।হায়দেরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসিয়ালের বরাত দিয়ে দ্য হিন্দু জানায় ঐতিহাসিক এ টেস্ট ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ১০০০ রুপি আর সর্বনিম্ন মূল্য ১০০ রুপি। এদিকে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই প্রতিদিন ৫০০০ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের টিকিট দেবে বলে ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’ এমন খবরই প্রকাশ করেছে।স্কুলের ছাত্র-ছাত্রীদের ফ্রি’তে খেলা দেখা নিয়ে মনোজ বলেছেন, `আমরা স্কুলে স্কুলে এ ব্যাপারে বিজ্ঞপ্তি পাঠাবো। প্রতিদিন একটি স্কুল সর্বোচ্চ ৫০০ ছাত্র-ছাত্রীকে স্টেডিয়ামে পাঠাতে পারবে।`এমআর/পিআর

Advertisement