বিনোদন

জাবিতে সেলিম আল দীনের জন্মজয়ন্তী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে শুরু হয়ে সেলিম আল দীনের সমাধি স্থলে এসে শেষ হয়। এছাড়া সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নাট্যাচার্যের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

Advertisement

 

এ সময় উপাচার্য বলেন, নাটকের মাধ্যমে সেলিম আল দীন সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। তাঁর নাটকে সাধারণ মানুষের জীবন-কর্ম প্রতিফলিত হয়েছে। গ্রাম থিয়েটার প্রতিষ্ঠার মাধ্যমে নাটককে তিনি তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন।উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, সেলিম আল দীন পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেলিম আল দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাট্যাচার্যের রচিত ‘মুনতাসির’ নাটকটি মঞ্চায়িত হয়। উৎসবের দ্বিতীয় দিন কাল মঙ্গলবার সন্ধ্যায় রয়েছে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে সংবর্ধনা ও তারাশঙ্কর রায়ের ‘কবি’ নাটকের মঞ্চায়ন। এছাড়াও থাকছে দিনব্যাপী আলোকচিত্র ও মুখোশ প্রদর্শনী।উল্লেখ্য, ১৯৪৯ সালে ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে সেলিম আল দীন জন্মগ্রহণ করেন।