অর্থনীতি

ইউনূসের কর ফাঁকির বিষয়ে তদন্ত শুরু

ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এবং এর সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও কর ফাঁকির বিষয়ে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসের আয়কর রেকর্ড পরিষ্কার নয়। তার ঘোষিত আয়ের পরিমাণ, উৎস, পরিশোধিত কর, দান-প্রদানসহ ইত্যাদি বিষয়ে রয়েছে নানান ধরনের অস্বচ্ছতা। তাই তার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।এর আগে, গত ২৬ জানুয়ারি গ্রামীণের নামে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানগুলোর অবৈধভাবে কর সুবিধা নেয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গ্রামীণফোনের লভ্যাংশের শতকরা ৩০ ভাগ গ্রামীণ ব্যাংককে না দেয়ায় মুহাম্মদ ইউনূসকে ‘চিটার’ আখ্যায়িত করে গত বুধবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘গ্রামীণ ব্যাংক সুদমুক্ত, এটা সত্য। কিন্তু তার পাশাপাশি ৪০-৫০টি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো তো সুদমুক্ত নয়। সেইগুলোর ট্যাক্স কেন সরকারকে দেবে না? সেই রিপোর্টও এনবিআরের কাছে আছে।’ওই সময় পাশে থাকা অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন। এটা তার দায়িত্ব। তিনি এটা দেখবেন। তিনি ব্যবস্থা নেবেন। আমি বলতে গেলে শুরু হবে নানা কথা।’এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গত ২৬ জানুয়ারি অর্থমন্ত্রী বলেন, ‘ইটস আ ভেরি ডিফিক্যাল্ট ইস্যু। ড. ইউনূস গ্রামীণের নামে সব প্রতিষ্ঠান থেকে ট্যাক্স বেনিফিট (কর সুবিধা) নিয়েছেন। হুইচ ইজ ইলিগ্যাল (যেটা অবৈধ), এটা ইজ বিং ইনভেস্টিগেটেড (তদন্ত চলছে), দ্যাটস অল।’এমইউএইচ/বিএ

Advertisement