খেলাধুলা

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় অ্যাডাম লালানা

২০১৬ সালটা কেমন কেটেছে অ্যাডাম লালানার? এক কথায়, দুর্দান্ত। জাতীয় দল- ইংল্যান্ড আর ক্লাব- লিভারপুলের হয়ে দারুণ একটি বছর পার করেছেন ইংলিশ এই ফুটবলার। যার ফল- ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন ২৮ বছর বয়সী প্লেমেকার।যদিও গোলের পরিসংখ্যান খুব একটা আহামরি নয়। ২০১৬ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন ১০ ম্যাচ; নামের পাশে যোগ করেছেন মাত্র ৩টি গোল। আর লিভারপুলের ২৩ ম্যাচ খেলে গোল আদায় করে নিয়েছেন ৭টি।তবে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় নিজেকে দারুণভাবে মেলে ধরতে সক্ষম হয়েছেন অ্যাডাম লালানা। প্রতিপক্ষের রক্ষণভাগকে নাড়িয়ে দিতে পেরেছেন ইংলিশ এই প্লেমেকার। যা প্রভাব ফেলেছে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিততে।এই দৌড়ে লালানার সঙ্গে সেরা তিনে থাকা অপর দুই ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি ও জেমি ভার্ডি। দর্শকের ভোটে শীর্ষস্থান দখলে নেয়া লালানা পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। আর লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতা জেমি ভার্ডি ১২ শতাংশ ভোট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা রুনি পেয়েছেন ৮ শতাংশ ভোট।এনইউ/জেআইএম

Advertisement