আন্তর্জাতিক

ইকুয়েডরের দূতাবাস ছাড়ছেন অ্যাসাঞ্জ

অনুসন্ধানমূলক ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ‘খুব শিগগিরই’ লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাস ত্যাগ করছেন। সোমবার সাংবাদিকদের তিনি নিজেই একথা জানিয়েছেন।বিশ্বব্যাপী মার্কিন আগ্রাসী তৎপরতা ও অপকর্ম ফাঁস করে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যাসাঞ্জ গত দু`বছর ধরে ব্রিটেনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছিলেন। তার ওপর নজর রাখতে ব্রিটিশ সরকারের দৈনিক প্রায় ১৫ হাজার ডলার ব্যয় হয় বলে চলতি মাসের গোড়ার দিকে খবর বের হয়। কথিত ধর্ষণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ব্রিটিশ সরকার অ্যাসাঞ্জকে সুইডেনে ফেরত পাঠানোর চেষ্টা করলে ২০১২ সালের জুন মাসে তিনি ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। তখন থেকে  টানা দু`বছর তার পেছনে নজরদারি বাবদ ব্রিটিশ জনগণের দেয়া আয়কর থেকে এক কোটি ১২ লাখ ডলার ব্যয় করেছে দেশটির সরকার। রেডিও তেহরান

Advertisement