রাজনীতি

সার্চ কমিটিতে আলাদা নাম দেবে বিএনপি জোট

নির্বাচন কমিশন তথা ইসি গঠনে সার্চ কমিটির কাছে পৃথক পৃথকভাবে নাম জমা দেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রাষ্ট্রপতির সঙ্গে অংশ নেয়া এই জোটের ৭টি দল আলাদা করে নাম জমা দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।সোমবার বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বৈঠকে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়া জোটের নিবন্ধিত ৭টি দলের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সোমবার রাতে অনুষ্ঠেয় বৈঠকে প্রস্তাবিত নামগুলো জমা দেবেন। এক্ষেত্রে খালেদা জিয়ার কাছে পাঁচজনের অধিক নাম দিতে বলা হয়েছে। যাতে সার্চ কমিটির কাছে জমা দেয়া তালিকায় কমন নামগুলো থাকে। যেটা আজ রাতের বৈঠকেই চূড়ান্ত করা হবে।২০ দলের মহাসচিবদের বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাগপার যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, জমিয়তের যুগ্ম মহাসচিব মহিউদ্দিন ইকরাম, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, ডেমোক্রেটিক লীগের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।রাষ্ট্রপতির সংলাপে বিএনপি ছাড়াও ২০ দলীয় জোটের এলডিপি, বিজেপি, খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাপ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।এমএম/এসএইচএস/পিআর

Advertisement