নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমী পুণ্যস্নান উৎসবে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনা গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এর আগে শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটে। শুক্রবার ভোর থেকে শুরু হয় অষ্টমী পুণ্যস্নান উৎসব।নিহতরা হলেন মাদারীপুরের নিতাই চন্দ্র দাশ ও বাবুল বিশ্বাস, কুমিল্লা জেলার চান্দিনার রঞ্জিত মল্লিক, দাউদকান্দির কানন বালা, মেঘনা থানার তুলসী দেবনাথ, রাজধানীর ধানমন্ডির জিগাতলার ভগবতী দাশ, লালবাগের রাহী, মানিকগঞ্জের মালতী দাস, নোয়াখালীর কবিরহাটের ভানুমতি দাশ। এছাড়া ১১ বছরের এক মেয়ে রয়েছে বলেও জানায় পুলিশ। তার পরিচয় জানা যায়নি। এ দিকে নারায়ণগঞ্জ জেলা প্রকাশকের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে টাকা ও মৃতদের বাড়ি পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছে। বিএ/এমএস
Advertisement