আন্তর্জাতিক

টেক্সাসে পুড়িয়ে দেয়া মসজিদ পুনর্নির্মাণে ব্যাপক সাড়া

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া একটি মসজিদ পুন:নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। নির্মাণকাজের জন্য এখনো পর্যন্ত ছয় লাখ ডলার (চার কোটি ৬৮ লাখ টাকা) পাওয়া গেছে।টেক্সাসের ইসলামিক রিসার্চ অব ভিক্টোরিয়া ধ্বংস হওয়া ওই মসজিদ পুন:নির্মাণের জন্য অনলাইনে অনুদান সংগ্রহ শুরু করে। তাদের লক্ষ্য ছিল ছয় কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করা। সাহায্য চাওয়ার পর থেকেই ব্যাপক সাড়া মেলে।ইসলামিক রিসার্চ অব ভিক্টোরিয়ায় প্রধান শহিদ হাসমি বলেন, ‘শনিবার সকালে মসজিদটি পুড়তে দেখে আমরা খুবই বিস্মিত হয়েছিলাম।’মসজিদটি মেরামতের জন্য যুক্তরাষ্ট্রবাসীর আগ্রহ দেখে হাসমি বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমরা খুবই কৃতজ্ঞ।’ টেক্সাসে মসজিদে আগুনের এ ঘটনা ‘বিদ্বেষপ্রসূত হামলা’ হতে পারে বলে জানিয়েছে আনেকেই। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে সাত মুসলমানপ্রধান দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটল।সূত্র : ওয়েবসাইটএমএমজেড/এমএস

Advertisement