আইন-আদালত

বিডিয়ার বিদ্রোহের আপিলের নিষ্পত্তি শিগগিরই

বিডিয়ার বিদ্রোহের আপিলের নিষ্পত্তি শিগগিরই

পিলখানায় বিডিয়ার বিদ্রোহের বিচার দ্রুত নিষ্পত্তি হবে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।সোমবার সকালে সাড়ে ৯টায় কেরানীগঞ্জে স্থানান্তরিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন  প্রধান বিচারপতি।পরে কারাগারের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেএকথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, কেরানীগঞ্জে আটক বন্দীদের মধ্যে বিডিয়ার বিদ্রোহ মামলার আসামিই বেশি। বিষয়টি আমি আমলে নিয়েছি। খুব দ্রুতই এই মামলার আপিলের মুনানি ও নিষ্পত্তি হবে।জেইউ/এমএমজেড/এমএস

Advertisement