দেশজুড়ে

খুলনার দুই উপজেলায় চলছে জামায়াতের হরতাল

খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায় হরতাল পালন করছে জামায়াতে ইসলামী।  হরতাল চলাকালে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।জামায়াতের খুলনা জেলা দক্ষিণ শাখা আমির ও কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আ খ ম তমিজ উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে কয়রায় সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।পাশাপাশি জামায়াতের দক্ষিণ জেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা মো. লিয়াকত আলী, পাইকগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম আমিনুল ইসলামসহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০/৬০ জনের নামে থানায় রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে পাইকগাছায়ও একই দিন হরতালের ডাক দেয়া হয়।হরতালকে ঘিরে উপজেলা দু’টিতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ও টহল জোরদার করেছে পুলিশ।এদিকে হরতাল চলাকালে বেশিরভাগ এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। দুই উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের চোখ ফাঁকি দিয়েই হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা। হরতালের কারণে অন্যদিনের চেয়ে যান চলাচল কম। তবে সকাল ৮টা পর্যন্ত কোথাও কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Advertisement