খেলাধুলা

বার্সার পয়েন্ট কেড়ে নিল রিয়াল বেটিস

এমনিতেই পয়েন্ট টেবিলে মোটামুটি খারাপ অবস্থা বার্সেলোনার। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ছিল তৃতীয় স্থানে। এস্টাডিও ম্যানুয়েল রুইজ ডি লোপেরায় স্বাগতিক রিয়াল বেটিসকে হারাতে পারলেই আপাতত শীর্ষে উঠে যেতে পারতো লুইস এনরিকের দল; কিন্তু অ্যাওয়ে ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা। রিয়াল বেটিস ২টি পয়েন্ট কেড়ে নিলো মেসি-নেইমারদের। শেষ মুহূর্তে লুইস সুয়ারেজ একটি গোল না করলে পরাজয়ের লজ্জা নিয়েই ন্যু ক্যাম্পে ফিরতে হতো বার্সাকে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে পেরেছে কাতালানরা।৭৫ মিনিটেই বার্সার সর্বনাশটা করেন রিয়াল বেটিসের অ্যালেক্স অ্যালেগরিয়া। কর্নার কিক থেকে ভেসে আসা বলটিই ভিড়ের ভেতর থেকে বার্সার জালে পাঠিয়ে দেন অ্যালেগরিয়া। টার স্টেগান ব্যার্থ হলেও পিকে চেষ্টা করেছিলেন বল ক্লিয়ার করতে। শেষ মুহূর্তে হেড দিয়েছিলেনও। যদিও লাইনের ভেতর দাঁড়িয়ে হেডটি দিলেন এবং সেটি আরও বেশি করে জড়িয়ে যায় বার্সার জালে।খেলার একেবারে শেষ মিনিটে এমএসএনের একটি সমন্বিত আক্রমণ থেকে সমতা ফেরায় বার্সা। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের একেবারে সামনে থেকে বাড়িয়ে দেন সামনে। আগুয়ান লুইস সুয়ারেজকে বাধা দিয়ে রাখতে পারেননি রিয়াল বেটিসের ডিফেন্ডার। বল নিয়ন্ত্রণে নিয়েই দারুণ এক প্লেসিং শটে সোজা পাঠিয়ে দেন স্বাগতিকদের জালে। সমতা ফেরানোর পর যদিও ব্যবধান বাড়ানোর খুব বেশি সুযোগ পাননি মেসি-নেইমাররা। ইনজুরি সময়টা বেশ চেপে রেখেও রিয়াল বেটিসের জালে আর বল জড়াতে পারেননি তারা। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতা নিয়েই মাঠ ছাড়তে হলো বার্সেলোনাকে। ২০ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৪২। যদিও গোল ব্যবধানে সেভিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা। সেভিয়ার পয়েন্টও ৪২। তবে তারা বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে। ২ ম্যাচ কম খেলে, ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।      আইএইচএস/

Advertisement