আন্তর্জাতিক

ব্রিটেনে ট্রাম্পকে নিষিদ্ধের দাবি লেবার নেতা জেরেমি করবিনের

যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনে নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি বলেছেন, যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর নিষিদ্ধ করা উচিত। ব্রিটেনের লেবার দলীয় এই নেতা আরো বলেন, মুসলিম নিষিদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল থাকা পর্যন্ত তার ব্রিটেন সফর নিষিদ্ধ করতে হবে। জেরেমি করবিন বলেছেন, মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও আইন রক্ষার বিষয়টি ট্রাম্প খোলাশা না করা পর্যন্ত তাকে ব্রিটেন সফরে অনুমোদন দেয়া উচিত হবে না প্রধানমন্ত্রী থেরেসা মের।গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রাণীর পক্ষে ট্রাম্পকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানান থেরেসা মে। ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই আমন্ত্রণে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্রে সাত মুসলিম প্রধান দেশের শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানাতেও অস্বীকৃতি জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ট্রাম্পের ওই সিদ্ধান্তের কারণে ইরাকে জন্মগ্রহণকারী ব্রিটিশরাও ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এদের মধ্যে কনজারভেটিভ দলীয় ব্রিটিশ এমপি নাদিম জাহায়িও রয়েছেন। নাদিম জাহায়ি বলেছেন, তার সন্তানদের আমেরিকা ভ্রমণে বাধা দিবে ট্রাম্পের নতুন এই নীতি। এদিকে, ব্যাপক সমালোচনার মুখে রোববার ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, থেরেসা মে প্রকৃতপক্ষে নিষিদ্ধ করার বিপক্ষে; যদিও তিনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।এসআইএস/জেআইএম

Advertisement