দেশজুড়ে

সারাদেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। খবর জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিদের-কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার সকাল নয়টায় উপাচার্য  প্রফেসর ড. মো. আলী আশরাফের নেতেৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে অবস্থিত জাতির জনকের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া বিভিন্ন বিভাগ ও হলগুলোতে স্বাধীনতা দিবস উপলক্ষে নানা ধরনের খেলা ও হলগুলোতে বিশেষ খাবারের আয়োজন করা হয়। ফরিদপুর প্রতিনিধিনানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে ৪৪তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের মুহুর্তে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে সাতটায় শহরের গোয়ালচামট এলাকার শহীদ স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্বাধীনতা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এছাড়া দিবসের পালিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মহিলা ক্রীড়া অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে এ দিনের কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ। সেখানে তারা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ক্যাম্পাসের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ছয়টায় বিভিন্ন আবাসিক হল, ইনস্টিটিউট, বিভাগ, অন্যান্য পেশাজীবী এবং সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল সাতটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যসহ  উর্ধ্বতন কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের গণকবর, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন। সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় স্কুলে মার্চ পাস্ট ও ক্রীড়া প্রতিযোগিতা, কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড’, রাবি ইউনিটের আলোচনা সভা এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শেখ রাসেল মডেল স্কুলে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের গল্প বলেন প্রফেসর মু. শামসুল আলম বীর প্রতীক। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও হল মসজিদসমূহে বিশেষ মোনাজাত। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল। দিনাজপুর প্রতিনিধিযথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ পালিত হয়েছে। সকাল সোয়া আটটায় হাবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে এক স্বাধীনতা র্যা লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।সকাল সাড়ে আটটায় প্রফেসর মো. রুহুল আমিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাবিপ্রবি’র কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তক অর্পণ করেন। পর্যায়ক্রমে পুষ্পস্তক অর্পণ করেন শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, সাদা দল, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হলসমূহ, বাংলাদেশ ছাত্রলীগ (হাবিপ্রবি শাখা), হাবিপ্রবি হলসমূহের ছাত্রলীগ শাখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (হাবিপ্রবি শাখা), প্রগতিশীল কর্মচারী পরিষদ, হাবিপ্রবি স্কুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। এরপর দিবসের তাৎপর্যের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, পোষ্ট গ্র্যাজুয়েট অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. ফজলুল হক, কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু হানিফ প্রমুখ।  ময়মনসিংহ প্রতিনিধিযথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ সুপার মঈনুল হক। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করে। দিনের অণ্যান্য কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান।রংপুর প্রতিনিধিরংপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করে। দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অপর্ন করেন। এরপরে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও তাদের সহযোগি অঙ্গ সংগঠন, রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পমাল্য অপর্ন করেন। অপরদিকে নগরীর মর্ডাণ মোড়ে ‘অর্জন’ স্মৃতিস্তম্ভে বিভাগীয় এবং জেলা প্রশাসন পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসটি শুরু করে।সকালে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। রংপুর স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম নূর উন নবী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি র্যালি বের হয়। র্যা লিটি নগরীর মডার্ণ মোড় থেকে ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে বিশ্বদ্যিালয়ে নবনির্মিত স্বাধীনতা স্মারকে পুষ্পাঘ্য অর্পণ করা হয়। জয়পুরহাট প্রতিনিধিজয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার সহযোগিতায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে প্রাইজবন্ড বিতরণ করা হয়। দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সামছুল আলম দুদু এম.পি.। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক, মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ। বগুড়া প্রতিনিধিমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রথম প্রহর থেকে দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে বগুড়ায়। দিবসের সূচনালগ্নে জেলা প্রশাসন ও জাতীয়তাবাদী সংগঠনগুলো শহরের ফুলবাড়ি এলাকায় অবস্থিত মুক্তির ফুলবাড়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। আর প্রগতিশীল সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে। সকালে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আয়োজন করা হয় বর্ণাঢ্য কুজকাওয়াজ। সালম গ্রহণের পর সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ শারীরিক কসরত প্রদর্শন করে। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জাট আয়োজন করে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকালে জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া দিনভর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।মৌলবাজার প্রতিনিধিমৌলভীবাজারের রাজনগর উপজেলায় মহান স্বাধীনতা দিবসে সৃজন সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা স্বাস্থ্য বিভাগ ও মুজিব-জাহান রেডক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে বিনামূল্যে রক্তের গ্রুপ সনাক্তকরণ ও স্বেচ্ছায় রক্তদান বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সৃজন সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে নাজমুল হক সেলিমের সভাপতিত্বে ও খসরু মিয়া চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ সারথি দত্ত কানুনগো, মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, রাজনগর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহানারা রুবি, সৃজনের অন্যতম প্রতিষ্ঠাতা ধীরাজ ভট্টাচার্য্য প্রমুখ। নরসিংদী প্রতিনিধি ‘স্বাধীনতা দিবসের অঙ্গীকার রুখতে হবে বোমাবাজ’ এই শ্লোগান নিয়ে নরসিংদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্যতিক্রমধর্মী ট্রাক র্যা লির আয়োজন করেছে জেলা আওয়ামীলীগ। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপির নেতৃত্বে বিকালে ট্রাক র্যা লিটি শহরের পৌর ঈদগাহ থেকে শুরু হয়ে মাধবদী দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ২৫ কিলোমিটার অতিক্রম করে মরজাল নামক স্থানে গিয়ে শেষ হয়।এসএইচএ/এমএস

Advertisement