খেলাধুলা

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে দুই আয়োজক

বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে পা রাখলেও অস্ট্রেলিয়া কাছে করুণ পরাজয় বরণ করে ভারত। আর অস্ট্রেলিয়ার এ জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে ক্রিকেট বিশ্ব পেল দুই আয়োজক দেশকে। বিশ্বকাপের এগারতম আসরের ফাইনালে মুখোমুখি হবে চলতি টুর্নামেন্টের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশের সাথে গত বিশ্বকাপ আয়োজন করেছিলো ভারত ও শ্রীলংকা। আর ঐ আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত ও শ্রীলংকা।১৯৭৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত টানা তিনবার এককভাবে বিশ্বকাপ আয়োজন করে ইংল্যান্ড ও ওয়ালস। তবে ১৯৮৭ সালে প্রথমবারের মত যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করা হয়। ভারত ও পাকিস্তান যৌথভাবে বিশ্বকাপের চতুর্থ এ আসর আয়োজন করে। কিন্তু ঐ আসরের ফাইনাল খেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। পরের আসর ১৯৯২ বিশ্বকাপও আয়োজন করে দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেবারও ব্যর্থ হয় দুই আয়োজক দেশ। ফাইনাল খেলে পাকিস্তান ও ইংল্যান্ড।এরপর ১৯৯৬ সালে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করে তিনটি দেশ। ভারত, শ্রীলংকা ও পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকা ফাইনালে খেললেও, অন্য দুই আয়োজক ভারত ও পাকিস্তান শিরোপা লড়াইয়ে নামই লেখাতে পারেনি।১৯৯৯ সালের বিশ্বকাপও আয়োজিত হয় যৌথভাবে। ইংল্যান্ড, ওয়ালস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। কিন্তু ঐ আসরের ফাইনালে লড়ে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।২০০৩ সালে বিশ্বকাপের অষ্টম আসর যৌথভাবে পরিচালনা করে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। কিন্তু এবারও ফাইনালের টিকেট পায়নি যৌথ আয়োজকদের কেউ। ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ভারত।পাঁচ আসর পর ২০০৭ সালে আবারো বিশ্বকাপ এককভাবে আয়োজন করা হয়। সেবার স্বাগতিক হয় ওয়েস্ট ইন্ডিজ।২০১১ সালে আবারো বিশ্বকাপ পায় যৌথ আয়োজক দেশ। ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ মিলে আয়োজন করে বিশ্বকাপের দশম আসর। সেই আসরে ফাইনালে মাঠে নামে ভারত ও শ্রীলংকা। আর এবার বিশ্বকাপে স্বাগতিক হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গতবারের মত এবারও বিশ্বকাপের ফাইনাল পেল দুই আয়োজক দেশকে। আগামী ২৯ মার্চ মেলবোর্নে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।আরএস

Advertisement