মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেছেন, মাছ উৎপাদনের শতকরা ১১ ভাগ আসে ইলিশ থেকে। বর্তমান যে পরিমাণ ইলিশ উৎপাদন হয় তাতে চাহিদা পূরণ হয় না। তাই চাহিদা পূরণের লক্ষে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।রোববার জাতীয় সংসদে হাবিবুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, ভিজিএফ খাদ্যসহায়তা প্রদান, জনচেতনা সৃষ্টির লক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল নির্মূল সংক্রান্ত অভিযান, মা-ইলিশ যেন নিরাপদে ডিম পাড়তে পারে সেজন্য প্রতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নির্ধারিত মেয়াদে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন ও মজুদ নিষিদ্ধকরণ করা হয়েছে। তিনি বলেন, আশা করা যায় ভবিষ্যতে শুধু মেঘনায় নয়, পদ্মাসহ অন্যান্য নদীতে ইলিশের মজুদ গড়ে উঠবে এবং জনগণের চাহিদা মেটানো সম্ভব হবে। এইচএস/এএইচ/পিআর
Advertisement