রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১৮৩ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। রোববার দুপুরে মো. জামাল উদ্দিন নামের ওই যাত্রীর ৩টি লাগেজ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, জামাল উদ্দিন রোববার দুপুর সোয়া ১২টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) ঢাকায় আসেন। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা তাকে নজরদারিতে রাখেন এবং ৭ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর যাত্রীকে কাস্টমস হলে নিয়ে যাওয়া হয়। পরে তার ৩টি লাগেজ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। এছাড়াও তার ব্যাগে আমদানি নিষিদ্ধ ২০০০ পিস স্টেরয়েড জাতীয় ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটগুলো বেনসন অ্যান্ড হেজেস এবং ইজি ব্র্যান্ডের। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যাতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ড. মইনুল খান। এআর/এনএফ/আরআইপি
Advertisement