দক্ষিণ কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের মার্কিন সিদ্ধান্তকে উত্তর কোরিয়ার জন্য বড় ধরনের উস্কানি বলে উল্লেখ করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল ম্যালোফ। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার নানা পন্থা এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এরপরও দক্ষিণ কোরিয়ায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তাতে পিয়ংইয়ংকে আরও উস্কে দেয়া হবে এবং ওই উপদ্বীপে উত্তেজনা আরও বাড়বে বলে উল্লেখ করেন ম্যালোফ।ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করার মাত্র একদিন পরই এ বক্তব্য দিলেন মাইকেল ম্যালোফ।দক্ষিণ কোরিয়ায় টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স বা টিএইচএএডি নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার রাডার মোতায়েনের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে রাশিয়া। রুশ বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের তৎপরতার ফলে আঞ্চলিক দেশগুলোকে দ্রুত অস্ত্র প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেয়া হবে। আন্তর্জাতিক নিরাপত্তার ওপর এ মার্কিন সিদ্ধান্ত বিরূপ প্রভাব ফেলবে উল্লেখ করে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে মস্কো।রুশ বিবৃতিকে যথার্থ বলে উল্লেখ করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল ম্যালোফ। এ ছাড়া, দক্ষিণ কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানান তিনি। ম্যালোফ বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো বিভিন্ন ব্যবস্থা ওই এলাকার আশপাশে মোতায়েন মার্কিন যুদ্ধ জাহাজগুলোতে রয়েছে। সূত্র : রেডিও তেহরানবিএ/এমএস
Advertisement