গত নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে হঠাৎ করেই ইনজুরিতে পড়েন পেসার মোহাম্মদ শহীদ। ওই ইনজুরিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজ মিস করেন তিনি। তবে দেশে নিবিড় পুনর্বাসনের পরও সুস্থ না হয়ে ওঠায় এবার তাকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বাংলাদেশের টেস্ট স্পেশালিষ্ট পেসার বলা হয় শহীদকে। ইনজুরিতে পড়ার আগে দুর্দান্ত ফর্মেও ছিলেন তিনি। তাই শহীদকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না দেবাশীষ, ‘ও (শহীদ) পায়ে চোট পেয়েছে। গত প্রায় মাস খানেক ধরে আমরা এখানে ওর নিবিড় পুনর্বাসনের চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের মনে হচ্ছিল, নিবিড় এই পুনর্বাসনেও হয়তো ওর পুরোপুরি রিকভারি হবে না। এজন্য ওকে আমরা অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ সার্জনের কাছে পাঠানোর চেষ্টা করছি।’ কবে নাগাদ অস্ট্রেলিয়া যেতে পারেন জানতে চাইলে তিনি আরো বলেন, ‘সব লজিস্টিক ব্যাপার ঠিক হলে আশা করছি, সামনের সপ্তাহে ও অস্ট্রেলিয়ায় যাবে। সেখানে আবার ওর অবস্থা পরীক্ষা করে দেখা হবে। যদি সার্জন মনে করেন, অস্ত্রোপচার প্রয়োজন তাহলে সেখানেই হবে।’ এর আগে মাশরাফি, শাহাদাৎ হতে শুরু করে বাংলাদেশ দলের প্রায় সব ক্রিকেটারই অস্ট্রেলিয়ায় ডা. ডেভিড ইয়াংয়ের শরণাপন্ন হন। এবার শহীদও তাকেই দেখাবেন বলে জানান দেবাশীষ, ‘আমাদের ধারণা হচ্ছে, ওর অস্ত্রোপচার লাগতে পারে। কিন্তু শেষ সিদ্ধান্ত যিনি অস্ত্রোপচার করাবেন তিনিই দেবেন। অস্ট্রেলিয়ায় মেলবোর্নে যে আমাদের পুরনো বন্ধু ডা. ডেভিড ইয়াং তার কাছেই যাচ্ছে শহীদ।’ যদি শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হয় সেক্ষেত্রে প্রায় পাঁচ মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে শহীদকে। তবে অস্ত্রোপচার না করালে হয়তো এক থেকে দেড় মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন বলে জানান বিসিবি চিকিৎসক, ‘এসিএল রিকন্ট্রাকশন ইনজুরি সাধারণত পাঁচ মাসের মতো সময় নেয়। ওর পুনর্বাসন চলছে, ফেরার প্রক্রিয়া চলছে, অস্ত্রোপচার না লাগলে আমরা আরও এক থেকে দেড় মাস সময় নেবো।’আরটি/এনইউ/আরআইপি
Advertisement