মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন কতৃক ৪৪ তম মহান ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার মালয়েশিয়া সময় সকাল সাড়ে আটটায় দূতাবাসের শহীদ মিনারে দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান সূচী। হাই কমিশনার শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ফার্ষ্ট সেক্রেটারি মোসলেমা নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন এয়ার কমোডর শেখ আরিফ মাহমুদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কন্স্যুলার (শ্রম) মোঃ সাইদুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কন্স্যুলার রইস হাসান সরোয়ার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্ষ্টসেক্রেটারি মোঃ এম এসকে শাহীন।আলোচনা সভায় হাই কমিশনার শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন,স্বাধীনতা বাঙালির চিরকালের অবিনাশী গান। স্বাধীনতা, প্রিয় স্বাধীনতা! স্বাধীনতা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের শোষণ ও দুঃশাসনের নাগপাশ ছিন্ন করে স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আজ সেই ইতিহাসের অম্লান দিন ২৬ মার্চ, ৪৪তম স্বাধীনতা দিবস।বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ দিবাগত মধ্যরাতের প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার স্বাদ পায় বাংলার মানুষ। বাঙালির চিরকালের গৌরব আর অযুত অহঙ্কারের এক অবিনশ্বর দিন । এক ক্রান্তিকাল পেরিয়ে আমাদের প্রিয় স্বদেশ ভূমি আজ স্বাধীনতার ৪৪তম বার্ষিকীতে উপনীত হলেও সত্যিকারের স্বাধীনতার স্বাদ আজও পুরোপুরি পায়নি এ দেশের মানুষ। ভৌগোলিক মুক্তি এলেও আসেনি অর্থনৈতিক স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই অর্জিত হতে পারে মানুষের অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাজনীন সুলতানা, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, শাহিদা সুলতানা,মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক মোঃ রেজাউল করিম রেজা, যুগ্ন আহবায়ক মোঃ ওহিদুর রহমান অহিদ, মোঃ শাহীন সরদার, যুগ্ম আহবায়ক মকবুল হোসেন মুকুল, মাহতাব খন্দকার, হাফিজুর রহমান ডাবলু, আব্দুল করিম, জাকারিয়া, আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান মনির, মালয়েশিয়া বিএনপির একাংশের সভাপতি মোঃ শহিদ উল্লা শহিদ, মাজু দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী সালাহ উদ্দিন, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ খ ম রেজাউল করিম, হাবিবুর রহমান শিশির, রমজান আলী, মোঃ আরমান, কাজী সেন্টু, আওয়ামী লীগ নেতা শফিকুল হক চৌধুরী, লিটন আজিজ দেওয়ান, এ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মীরান, যুবলীগের আহবায়ক মোঃ তাজকির আহমেদ, মোঃ আবু হানিফ, মানসুর আল-বাশার সোহেল, শ্রমিক লীগের আহবায়ক সোহেল বিন রানা, নাজমুল ইসলাম, মোঃ শাহ আলম হাওলাদার, সেচ্ছা সেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, ছাত্রলীগ নেতা ওয়াসীম ওয়াজেদসহ আওয়ামী যুবলীগ, সেচ্ছা সেবক লীগ, শ্রমিকলীগ, মুক্তিযোদ্বা প্রজন্মলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ।এমজেড/পিআর
Advertisement