খেলাধুলা

ফিঞ্চের বিদায় : অস্বস্তিতে অস্ট্রেলিয়া

দ্রুত ৩ উইকেট হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্বস্তিতে পড়ে গেছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ২৪০ রান। ওয়াটসন ৩ আর ক্লার্ক ৩ রান নিয়ে ব্যাট করছে।  এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে স্মিথের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু হঠাৎ করেই ছন্দ পতন ঘটে অজিদের ব্যাটিং লাইনে। ১০৫ রান করে যাদবের বলে আউত হন স্মিথ। এরপর মাক্সওয়েলকে সাথে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন ফেঞ্চ। ২৩ রান করে মাক্সওয়েল আর ৮১ রান করে ফিঞ্চ আউট হলে বড় সংগ্রহের পথে কিছুটা বিপদে পড়ে যায় অজিরা।  এর আগে, বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে সতর্ক হয়েই শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান। শুরুতেই হোঁচট খায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ৪র্থ ওভারের ১ম বলেই উমেশ যাদভের বলে মিড অফে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচের জয়ী দল রোববারের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।ভারত ও অস্ট্রেলিয়া দল অপরিবর্তিত রয়েছে। টুর্নামেন্টে এই প্রথম কোনো ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে খেলছে সহ-আয়োজকরা।অস্ট্রেলিয়া একাদশ : মাইকেল ক্লার্ক(অধিনায়ক),অ্যারন ফিঞ্চ,ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জশ হাজেলউড।ভারতী একাদশ : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক),শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, উমেশ যাদব, মোহিত শর্মা। এমআর/পিআর

Advertisement