বর্তমান ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করে ইংল্যান্ডের সাবেক তারকা স্পিনার গ্রায়েম সোয়ান সেরা ওয়ানডে একাদশ সাজিয়েছেন। আর এতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। একটা সময় তিন ঘরানার ক্রিকেটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন তিনি। এই বিভাগে এখনো বিশ্বের অন্যতম সেরাদের কাতারে আছেন সাকিব আল হাসান। ব্যাট ও বল হাতে অসাধারণ সাফল্যে বেশ কিছুদিন ধরেই দেশের মুখ উজ্জ্বল করে আসছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। সাকিবকে সম্পর্কে সোয়ান জানান, ‘সাকিব দুর্দান্ত এক ক্রিকেটার। ওয়ানডেতে ব্যাট ও বল হাতে বেশ ভালো।’সোয়ানের সেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ ৫ ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়া থেকে। দক্ষিণ আফ্রিকার দুইজন আর বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন করে জায়গা পেয়েছেন। সোয়ানের সেরা ওয়ানডে একাদশ: ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বেন স্টোকস, সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, সুনিল নারাইন ও মিচেল স্টার্ক।এমআর/পিআর
Advertisement