রাজনীতি

সার্চ কমিটি প্রত্যাখ্যানও করছে না বিএনপি

ঘোষিত সার্চ কমিটির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রপতি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এমন অভিযোগ করলেও এই কমিটি প্রত্যাখ্যান করছে না বিএনপি।শুক্রবার সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন- আপনারা সার্চ কমিটি প্রত্যাখ্যান করবেন কি না? এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, `আমাদের বক্তব্যে আমরা পরিষ্কার করে বলেছি, এটা প্রত্যাখ্যান করা বা না করার কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন গঠন করার পরে প্রত্যাখ্যান করা বা না করার বিষয় আসতে পারে। যে মতামত বা প্রতিক্রিয়া সার্চ কমিটির বিষয়ে সেটি আমরা জানিয়ে দিলাম।`বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন সার্চ কমিটি গঠনের পরপরই প্রতিক্রিয়া না জানিয়ে বিএনপির অপেক্ষা করা উচিত ছিল....এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন,  তোফায়েল সাবেক বলেছেন আমাদের অপেক্ষা করার জন্য। এসব কথাবার্তা বলে তারা আমাদের ভুল পথে পরিচালিত করতে চান। সেটা আমরা হচ্ছি না। আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা মনে করি এই সার্চ কমিটি কোনো দিনও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারবে না। নির্বাচনের আগে জাতিসংঘসহ কোনো আন্তর্জাতিক সংস্থা সমঝোতার উদ্যোগ নেয় তাহলে আপনারা তা স্বাগত জানাবেন কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা সবসময়ই জাতিসংঘের উদ্যোগকে স্বাগত জানিয়ে আসছি। গতবারও করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জাতিসংঘ যে উদ্যোগ নেয় এই সরকার সেই উদ্যোগের আশপাশ দিয়েও যায় না  এবং এ রকম উদ্যোগ গ্রহণ করতে তাদের বাধা প্রদান করে।তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের পরে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো সাহেব বাংলাদেশে আসতে চেয়েছিলেন এই বিষয়ে কথা বলার জন্য।  তাকে আসার জন্য অনুমতি দেয়নি সরকার।সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, সহ-সাংঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।এমএম/জেডএ/পিআর

Advertisement