খেলাধুলা

চার দিনের ছুটিতে সাকিব-তামিমরা

অস্ট্রেলিয়ায় ১০দিনের ক্যাম্প ও নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ খেলে প্রায় দেড় মাস পর বুধবার রাতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দেশে ফিরে আবারও ব্যস্ত হতে হচ্ছে তাদের। ভারত সিরিজকে সামনে রেখে আগামী সোমবার থেকে অনুশীলনে নামতে হবে ক্রিকেটারদের। তবে তার আগে চার দিনের ছুটি পেয়েছেন টাইগাররা।সাকিব-তামিমরা চার দিনের ছুটি পেলেও দলের সবাই এ ছুটি পাচ্ছেন না। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকা তাইজুল ইসলাম খেলবেন বিসিএল। তাই শনিবারই মাঠে নামতে হতে পারে তাকে। বিসিবি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন তিনি।এছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে আগেই দেশে ফিরেছিলেন বেশ কিছু খেলোয়াড়। তাই বাড়তি কিছু সময় পাচ্ছেন তারা। তবে আগামী সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করবেন খেলোয়াড়রা।বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায় টাইগারবাহিনী। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ড হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব-তামিমরা। সংক্ষিপ্ত ছুটির কারণে অধিকাংশ খেলোয়াড়ই ঢাকায় নিজ বাসভবনে অবস্থান করছেন।তবে কিছু কিছু খেলোয়াড় গ্রামের বাড়িতে গিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরায় পৌঁছায় বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। এছাড়াও টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড বধের নায়ক মেহেদী হাসান মিরাজও গিয়েছেন নিজের গ্রামের বাড়ি খুলনায়।সাকিব-তামিমদের মত ছুটিতে রয়েছেন জাতীয় দলের সঙ্গে কোচিং স্টাফদের বেশির ভাগই। কারণ অধিকাংশই ঢাকা ফেরেননি। ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ঢাকায় ফিরবেন ৩০ জানুয়ারি রাতে। আর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এর কাছাকাছি সময়েই ফিরবেন। তবে ঢাকায় আছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।আরটি/আইএইচএস/পিআর

Advertisement