আন্তর্জাতিক

প্রেসিডেন্ট ভবন থেকে পালিয়েছেন মানসুর হাদি

ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি দেশটির সমুদ্রবন্দর এডেনের প্রেসিডেন্ট ভবন থেকে পালিয়ে গেছেন। বুধবার হুথি যোদ্ধারা এডেন শহরের দিকে এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে পালিয়ে যান তিনি।দেশটির বিপ্লবী আনসারুল্লাহ বাহিনী রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদ দখল করার পর গত জানুয়ারি মাসে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী খালেদ বাহা পদত্যাগ করার কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট মানসুর হাদি ক্ষমতা ছাড়েন। তিনি ইয়েমেনের জাতীয় সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেন।হাদির ভাষায়, দেশের ধ্বংসাত্মক ও জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। পরে রাজধানী সানা থেকে পালিয়ে এডেনে আশ্রয় নেন। প্রেসিডেন্টের গার্ড বাহিনীর সূত্র থেকে বুধবার বলা হয়েছে, মানসুর হাদি হেলিপক্টারে করে পালিয়ে যান এবং এ সময়ে তার সঙ্গী ছিলেন সৌদি আরবের কয়েকজন কূটনীতিবিদ।এদিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে হাদির পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন তার এক শীর্ষস্থানীয় সহযোগী। তিনি দাবি করেছেন, তাকে এডেনের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।এ ছাড়া, হাদির এডেন ছেড়ে পালানোর কথাও অস্বীকার করেন তিনি। সূত্র : রেডিও তেহরানবিএ/পিআর

Advertisement