মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। চ্যানেল আই আয়োজিত এই অনুষ্ঠানের ৮মবারে পৃষ্ঠাপোষকতা করছে আইএফআইসি ব্যাংক। কর্মসূচিতে বাস্তবায়নে বরেণ্য পঞ্চাশজন চিত্রশিল্পীর অংশগ্রহণে বেলা দু’টা ত্রিশ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক এই চিত্রকলা অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষাবীদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। এবারের অনুুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে। মুক্তিযুদ্ধ যাদুঘরকে এ বছর দেয়া হবে বিশেষ সম্মাননা। চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। চ্যানেল আই বিকেল ৫টা পর্যন্ত পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটির উদ্বোধনী পর্বে একত্রিত হবেন চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পীরাসহ অনেকে।এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে ২৫ মার্চ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী, বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম, গ্যালারী চিত্রকের প্রধান নির্বাহী মনিরুজ্জামান ও অনুষ্ঠানের উপস্থাপক আফজাল হোসেন।সূচনা বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আই’র আয়োজনে বিশ্ববাসী দেখছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে। আমরা পাচ্ছি মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি; যা আমাদের সংগ্রহের ভান্ডারকে প্রসারিত করছে। ছবিগুলোর বিক্রিত অর্থও ব্যয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের কল্যাণে।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব বিজনেস শাহ মোহাম্মদ মইনউদ্দিন, চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, লায়লা শারমীন, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শিশু একাডেমীর শিশুচিত্রশিল্পীরাও ছবি আকবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম।এলএ/এমএস
Advertisement