বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ডাকা হরতালে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। সমাবেশে ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশে করেন।সমাবেশে ছাত্র ইউনিয়নের রাবি শাখার সভাপতি মিনহজুল আবেদীন বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র আমাদের পরিবেশ ও দেশের মানুষের ক্ষতি করবে। এ কারণে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বন্ধের দাবিতে হরতাল ডাকে। কিন্তু দেশের মানুষের দাবিকে উপেক্ষা করে এই হরতালে হামলা চালানো হয়। সমাবেশে বাংলাদেশে ছাত্র ফেডারেশন রাবি শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, রাবি শাখা ছাত্রফ্রন্টের সহ-সভাপতি তাসনুফা তাহারিনসহ প্রগতিশীল ছাত্র-সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রাশেদ রিন্টু/এআরএ/পিআর
Advertisement