অস্ট্রেলিয়ায় গিয়ে কী যে হয় পাকিস্তানি ক্রিকেটারদের? ওয়ানডেতে সেঞ্চুরিটা সোনার হরিণে পরিণত করে ফেলেছিলেন তারা। ৩৫ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলেন জহির আব্বাস।দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন আরেক পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম। অ্যাডিলেড ওভালে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তার ১০৯ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও একটি ছক্কায়। ওয়ানডে ক্যারিয়ারে এটি বাবর আজমের চতুর্থ সেঞ্চুরি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচের শতক হাঁকানোর কীর্তি গড়েছিলেন পাকিস্তানের উদীয়মান এই ক্রিকেটার। বাবর আজমের এই সেঞ্চুরি শেষ পর্যন্ত ভেস্তে গেছে। বুক চিতিয়ে যে লড়াইটা তিনি করেছেন, বাকিরা সেটা পারেননি। ৩৭০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩১২ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। যে কারণে অসিদের কাছে ৫৭ রানে হার মেনে মাঠ ছাড়ে পাকিস্তান।এনইউ/জেআইএম
Advertisement